ডেস্ক নিউজ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেসব শিশুর জন্ম নিবন্ধন আছে, তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন করে নেবে। আর যাদের জন্ম নিবন্ধন নেই তাদের মা-বাবাকে দ্রুত জন্ম নিবন্ধন করিয়ে নিতে বলা হয়েছে, যাতে করে ওইসব শিশুর টিকা নিতে কোনো সমস্যা না হয়।’
আগামী জুন মাসের মধ্যে দেশের ৫ থেকে ১২ বছর বয়সী প্রায় দুই কোটি শিশুকে ফাইজারের করোনা টিকা দেয়া হবে। এই টিকা কেবল শিশুদের জন্যই তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ৩০ লাখ টিকা দেশে এসেছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়ার শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘যেসব শিশুর জন্ম নিবন্ধন আছে, তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন করে নেবে। আর যাদের জন্ম নিবন্ধন নেই তাদের মা-বাবাকে দ্রুত জন্ম নিবন্ধন করিয়ে নিতে বলা হয়েছে, যাতে করে ওইসব শিশুর টিকা নিতে কোনো সমস্যা না হয়।’
জাহিদ মালেক বলেন, ‘শিশুদের টিকাদানের বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করেছে। আর সে সুবাদেই আমরা শিশুদের টিকা দেয়ার পরিকল্পনা করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আমরা দুই কোটি টিকা চেয়েছি। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সংস্থাটি আমাদের ৩০ লাখ ডোজ টিকা দিয়েছে। বাকিটাও দ্রুতই দেশে এসে পৌঁছবে।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশের ৭৫ ভাগ মানুষ করোনার টিকা নিয়েছে। সে সুবাদে দেশে করোনার চতুর্থ ঢেউ এলেও সেভাবে প্রভাব পড়বে না।’
যারা এখনো বুস্টার ডোজ নেননি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বুস্টার নেয়ারও আহ্বান জানান মন্ত্রী।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।