ডেস্ক নিউজ
বাংলাদেশসহ ১২ দেশকে করোনাভাইরাসের টিকার জন্য ১৬০ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। আগামী মাসের মধ্যে সংস্থাটির বোর্ড সভায় এ তহবিলের অনুমোদন দেয়া হবে।
শুক্রবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, তিউনিসিয়া ও ইথিওপিয়ার নাম রয়েছে। স্বল্প সময়ের মধ্যে আরো ৩০ দেশের জন্য একই রকম তহবিল গঠন করা হবে।
তিনি উৎপাদনকারী ওষুধ কোম্পানিগুলোকে টিকা কোথায় যাচ্ছে, সে বিষয়ে আরও স্বচ্ছ ও উন্মুক্ত থাকার আহ্বান জানান। ডেভিড ম্যালপাস বলেন, দরিদ্র দেশগুলো যাতে বেশি পরিমাণ টিকা পায়, সেজন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক।