ঠাকুরগাঁওয়ে ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার মাদ্রাসা শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম (২৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দারুল কুরআন কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক।
এর আগে সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার মসজিদে গোসল করছিল ওই ছাত্র। এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম গোসলখানায় প্রবেশ করে এবং ওই ছাত্রকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রটি চিৎকার করে কেঁদে উঠলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আশরাফুল অফিসকক্ষে চলে যান। পরে বাড়িতে ফিরে বিষয়টি ওই ছাত্র তার খালাকে জানায়।
ওসি আরও বলেন, ‘রবিবার বিষয়টি ছাত্রের বাবা মাদ্রাসা কমিটিকে অবগত করেন। এদিকে খবর পেয়ে পুলিশ শিক্ষক আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।’
ওসি তানভিরুল ইসলাম বলেন, দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলামের কাছে ২২ ধারায় ছাত্রটি জবানবন্দি দিয়েছে। পরে আদালত শিক্ষক আশরাফুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠান বলে জানান তিনি।