ডেস্ক নিউজ
ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্রাকটিস অব মেডিসিনের বইয়ের আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
চিকিৎসক ও শিক্ষার্থীদের কাছে এ বইটি মেডিসিনের বাইবেল নামে পরিচিত।
গত সোমবার অধ্যাপক ডা. আব্দুল্লাহকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডা. আব্দুল্লাহর পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, জর্ডানসহ বিভিন্ন দেশের চিকিৎসকরা এ তালিকায় যুক্ত আছেন।
অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সমকালকে বলেন, মেডিসিনের বাইবেলখ্যাত মেডিকেল বিষয়ক এ ধরনের একটি পাঠ্যবইয়ের সঙ্গে যুক্ত হতে পারা মর্যাদার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করায় আমি আনন্দিত ও গর্বিত।
অধ্যাপক ডা. আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও ডিন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। অবসরের পর একুশে পদক প্রাপ্ত এ চিকিৎসক প্রথমে ইউজিসি অধ্যাপক এবং পরে সিনিয়র সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান। চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি পাঠ্যবইও লিখেছেন এই বরেণ্য চিকিৎসক।