নাটোর প্রতিনিধি: তৃতীয় দফায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের সিংড়া পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহন চলছে। নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি গোল-ই-আফরোজ কলেজ কেন্দ্রে ভোট দিলেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি ওই কেন্দ্রে গিয়ে তার ভোটটি প্রদান করেন। ভোট প্রদান শেষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলায় তিনি সন্তোষ প্রকাশ করেন। শীত উপেক্ষা করে সকাল থেকেই পৌরসভার ১২ টি কেন্দ্রেই ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। বেলা ১২টা পর্যন্ত কোন কেন্দ্রেই কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ২২ বর্গ কিলোমিটার আয়তনের ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭ জন। সিংড়া পৌরসভায় মেয়র পদে ২ জন ,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবারের পৌরসভার ভোট গ্রহণ চলছে।