নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাটোরে জেলা জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশী বাধায় পন্ড হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা-কর্মীরা। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে স্থানীয় বিদ্যুৎ অফিসের সামনে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে মিছিলকারীরা সমাবেশ না করেই ফিরে যেতে বাধ্য হয়। মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের কটুক্তির তীব্র প্রতিবাদ জানায় মিছিলকারীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আফজাল হোসেন বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ব্যাপারী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।