নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপে আগামিকাল রোববার নাটোরের বাগাতিপাড়ার ৫টি ও লালপুর উপজেলায় ১০টি সহ ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন । এই নির্বাচনকে উপলক্ষ্যে আজ শনিবার দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেনদ্রে পাঠানো হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাগাতিপাড়া উপজেলার জন্য ২ প¬াটুন বিজিবি এবং লালপুরে ৩ প-াটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭জন আনসার সদস্য মোতায়েন থাকবে। মোট ২৫৫০জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসাবে টহল দেবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে অবস্থান করবেন।