ডেস্ক নিউজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ ক্ষেত্রে আগে শাস্তি প্রদান তারপর তদন্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি। গতকাল সোমবার কালের কণ্ঠকে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এসি ল্যান্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।