বিনোদন :
কোলকাতা , রানাঘাট স্টেশনের ভবঘুরে রাণু মণ্ডল আজ সেলেব্রিটি। রানাঘাট স্টেশনে তাঁর গাওয়া লতার গান ‘এক পয়্যার কা নগমা হ্যায়’ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই রাতারাতি তারকা হয়ে যান রানু। এবার ফের ‘ভাইরাল’ বিশেষভাবে সক্ষম এক যুবক । নাম রাঘব। অপূর্ব গলা, কিন্তু এতদিন পর্যন্ত তাঁর ট্যালেন্ট প্রকাশ্যে আসেনি! কিন্তু এখন ডিজিটাল যুগ! প্রতিভা একটা না একটা সময়ে ঠিক জনসমক্ষে এসে যায়… যেমন এল বিশেষভাবে সক্ষম এই যুবকের। দুটো হাত সম্পূর্ণভাবে নেই, প্রতিনিয়ত নানা প্রতিকুলতার সঙ্গে লড়াই করছেন, কিন্তু তারমধ্যেই গেয়ে চলেছেন একের পর এক মনখুশি করা গান!
সম্প্রতি তাঁর গাওয়া ১৯২১ ছবির ‘ইয়ারা তু মুঝমে বসা’ গানটি ভাইরাল হয়। শুনে নিন গানটি–