ডেস্ক নিউজ
প্রতিবেশী দেশ ভারতে ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ইলিশ পাঠানো হচ্ছে।
বুধবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশের একটি লট ভারতে যাবে। তবে এই পরিমাণ আর বাড়বে না।
পার্শ্ববর্তী দেশের বাজারে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও সেখানকার সরকারের শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশের ইলিশ সরবরাহের দাবি করে আসছে। কিন্তু দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করতে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার ইলিশ রফতানি বন্ধ রেখেছে। সময়ে সময়ে দেশের জলসীমায় ইলিশ ধরাও বন্ধ রাখে সরকার।
এর প্রেক্ষিতে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে। সম্প্রতি ভারত, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে ইলিশের বিভিন্ন প্রজাতির বিচরণ কমলেও সরকারের বিভিন্ন সংরক্ষণমূলক পদক্ষেপে বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়ছে।