ডেস্ক নিউজ
‘ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। রোববার থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ১০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্টে বিস্তারিত-
টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের জেলা সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদউলস্নাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, ইউএনও রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। সদর ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান প্রমুখ।
মৌলভীবাজার : ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মলিস্নকা দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার প্রমুখ।
ফরিদপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। সভায় ভূমি সেবা সপ্তাহের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী। সভা সঞ্চালনা করেন সদর ইউএনও মো. মাসুম রেজা। ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন। মাঠকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন চরমাধবদিয়া ইউনিয়নের ভূমি সহকারী আফসানা জামান ও খলিলপুর ইউনিয়নের ভূমি সহকারী মো. আবুল কালাম আজাদ। পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
নাটোর : রোববার জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬-১০ জুন চার দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। রাণী ভবানী রাজবাড়ী চত্বরে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর ইউএনও মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।
পঞ্চগড় : পঞ্চগড়ে রোববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনের বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর ইউএনও আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওসমান গনি, ইউএনও মো. রাসেদুর রহমান, নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মামুন খান, মো. ইউসুফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ রোববার শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলা সাড়ে ১২টায় এই সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান।
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে রোববার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও নিলুফা আক্তার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিছ, বীর মুক্তিযোদ্ধা আব্দুলস্নাহ ছালেহ প্রমুখ।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, পৌর মেয়র শওকত উসমান, সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শোভাযাত্রা, বেলুন উড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার এই সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও শিবলী সাদিক। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে এসিল্যান্ড শাহিনা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে রোববার উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, ভূমি সেবা সপ্তাহের শেষ দিন ১০ জুন ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে। ভূমি সেবা সপ্তাহ চলাকালে উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রোববার ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি প্রদীব কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান প্রমুখ।
সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় রোববার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও হাসিব সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারুফা খান হীরামনি, সালথা থানার ওসি আসিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি নোমান প্রমুখ।
ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার বিকালে ভূমি সেবা সপ্তাহ ও অনলাইনে হোল্ডিং আপলোডের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় ইউএনও জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল ইসলাম, অফিস সহকারী মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুহুল আমিন। এ সময় ভূমি বিষয়ের বিভিন্ন দিকনির্দেশনা এবং ডিজিটালাইজেশন বিষয়ে সবাইকে অবহিত করা হয়। ভূমি সেবা সপ্তাহ সবার দোরগড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) : শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ থেকে ১০ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। রোববার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার উপকারভোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও তানভীর আল নাসীফ।
বরুড়া (কুমিলস্না) : কুমিলস্নার বরুড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে বরুড়া ভূমি অফিস বৈঠকখানায় সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. আনিসুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানুনগো রুই প্রো চাই মারমা।
কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। ইউএনও মো. মইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী।
বাবুগঞ্জ (বরিশাল) : রোববার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জে ভার্চুয়ালি উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ইউএনও মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান প্রমুখ।
নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস। ইউএনও অনিমেষ সোমের সভাপত্বিতে এই সেবার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ তালুকদার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। রোববার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১০ জুন পর্যন্ত।