নাটোর প্রতিনিধি:
রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দেশে ভারসাম্যপূর্ন যোগাযোগ ব্যবস্থা করতে বর্তমান সরকারের রেল পথ নিয়ে মহা পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র সড়ক পথের ওপর চাপ নয়। সড়ক পথ, রেল পথ , নৌ পথ ও আকাশ পথকে নিয়েও সরকার চিন্তা করছে এবং রেল পথকে গুছিয়ে সাজাচ্ছে সরকার। চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেল লাইন নির্মাণ প্রয়োজন সেখানে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। যেখানে রলে লাইন সংস্কার দরকার সেখানে সংস্কার হচ্ছে। বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় রেল পথ পৌছে দিতে। নিরাপদ ভ্রমনে রেলের উন্নয়নে যা যা করার দরকার সেগুলোই পরিকল্পনা নেয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিমাঞ্চল মহা-ব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মুর্ত্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ,দপ্তর সম্পাদক দিলিপ দাস সহ রেলের উর্দ্ধতন কর্মকর্তা এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে নাটোর-রাজশাহী সরাসরি রেল লাইন নির্মাণ, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নাটোরে স্টপেজ সহ বিভিন্ন দাবী রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসময় মন্ত্রী পর্যায়ক্রমে সেই দাবীগুলো পুরনের আশ্বাস দেন। পরে মন্ত্রী একতা একপ্রেস ট্রেনে চড়ে পঞ্চগড় জেলার উদ্যোশে রওনা দেন।