নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ৪টি আসনের মনোনয়ন পত্র বাছাই শেষে ১২ জন প্রার্থীকে বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা, বৈধ প্রার্থী ৩১ জন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাসের ভুঁঞা মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ঘোষনা দেন। এ সময় প্রাথীরা সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জেলার ৪টি আসনের মধ্যে নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীকে বাতিল ঘোষণা করেন। নাটোর ২ (সদর-নলডাঙ্গা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়। নাটোর ৩ (সিংড়া) আসনের ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। এরমধ্যে ৪ জন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও নাটোর ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে দুইজন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়। বাতিল ঘোষণা করা সকল প্রার্থীর জমাকৃত কাগজ পত্রে ভুল তথ্য উপস্থাপন করায় তাদের বাতিল করা হয়েছে।