ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে, যা আগামী সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, বর্তমান আইনের সাজায় পরিবর্তন এনে ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব করা হবে। আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব তোলা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই’ এই প্রস্তাব করা হচ্ছে।