নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গিয়ে প্রাইভেট কারের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩০) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৫)। তারা বাড়ি থেকে দিনাজপুর যাচ্ছিলেন বলে তাদের পারিবারিক সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার ভীমপুর ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় ওই প্রাইভেট কারটি একটি মাটিবাহি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, এব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।