নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরতলীর হাজীপুরে জান্নাতি বেগম (১৭) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি নিহতের শাশুড়িসহ ৪ আসামিকে গ্রেফতার করে নরসিংদী পুলিশের কাছে সোপর্দ করেছে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার নাটোর সদর উপজেলার একডালা বাবুর পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নিহত গৃহবধু জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), স্বামী শিপলু ওরফে শিবু (২৩), ননদ ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ুন মিয়া (৫০)। গ্রেফতারকৃতরা নরসিংদী সদর উপজেলার চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা। এর আগে রবিবার (১৬ জুন) এই মামলার আরও ৬ আসামিকে গ্রেফতার করে নরসিংদী পুলিশ। উল্লেখ্য,শ্বশুর-শাশুড়ির মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ২১ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জান্নাতির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মারা যায় জান্নাতি। এ ঘটনায় জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এবিষয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হানাত ও নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, নরসিংদী পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়। জান্নাতি হত্যা মামলার আসামিরা নাটোরের কোন এক স্থানে আত্মগোপন করে রয়েছে। এমন সংবাদের ডিবি পুলিশ তাদের গ্রেফতার করতে মাঠে নামে। এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় তারা নাটোর সদর উপজেলার একডালা বাবুর পুকুর পাড়ের একটি ভাড়া বাসায় বসবাস করছে। পরে ওই বাসাতে অভিযান চালায় ডিবি পুলিশের সদস্যরা। এসময় ওই বাসা থেকে জান্নাতি হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের নরসিংদী পুলিশের কাছে সোপর্দ করা হয়।