নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর আবু বক্করের বিরুদ্ধে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার সোনাপাতিল গ্রামে এ ঘটনা ঘটে।রবিবার রাতে ওই গৃহবধুর স্বামী আলমগীর হোসেন বাদী হয়ে তার স্ত্রীকে কৃপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্ঠার অভিযোগ এনে নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ও ওর্য়াড আওয়ামীলীগে সভাপতি আবু বক্করকে আসামী করে এ মামলা করা হয়।
অভিযুক্ত আবু বক্কর উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মৃত আমির আলীর ছেলে ও নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওর্য়াড কাউন্সিলর ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি।
নির্যাতিত গৃহবধূ নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের চা বিক্রেতা রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের স্ত্রী।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,রোববার সকালে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নির্যাতিত গৃহবধুকে ডেকে কুপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে।এসময় ওই গৃহবধু কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা খুলে বলে।পরে রোববার রাত ৯ টার দিকে ওই গৃহবধুর স্বামী আলমগীর বাদী হয়ে কাউন্সিলর আবু বক্কুর কে আসামী করে থানায় মামলা দায়ের করে।নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন,রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনায় নির্যাতিত গৃহবধুর স্বামী আলমগীর হোসেন বাদী তার স্ত্রী কে বাড়িতে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিয়ে হাত ধরে জোর করে ধর্ষণের চেষ্টা করে অভিযোগ এনে মামলা দায়ের করে।আমরা ঘটনা তদন্ত শুরু করেছি এবং গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।