নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রবিবার উপজেলার হরিদা খলসি গ্রামে এ ঘটনা ঘটে। অংশিদারের ভিত্তিক বরেন্দ্র বহুমুখি প্রকল্পের অগভীর নলকুপের দুটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির সাথে জরিত থাকার কথা স্বীকার করে বলে গ্রামবাসীর কাছে।পরে তাদের পুলিশে সোর্পদ করে।
গ্রেফতার কৃতরা হলেন,ট্রান্সফরমার চুরির মূলহোতা সিরাজগঞ্জ সদরের ফরিদ শেখের ছেলে জুবায়ের হোসেন ও পুঠিয়ায় নুর কবিরাজের ছেলে জিন্নাত আলী, হরিদাখলসি গ্রামের বেলাল হোসেনের ছেলে আনিছুর ইসলাম।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের হরিদা খলসি গ্রামে ৫৯ জন কৃষকের অংশিদার ভিত্তিক একটি বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অগভীর নলকুপের দুটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় স্থানীয় আনিছুর ইসলামকে সন্দেহ করে গ্রামবাসী। পরে তাকে জিজ্ঞাসাবাদে আনিছুর স্বীকার করে।কৌশলে আনিছুরকে দিয়ে বাকী চোর চক্রের দুই সদস্য কে ডেকে এনে তাদের আটক করে থানা পুলিশে সৌপর্দ করে গ্রামবাসী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন,এ ঘটনায় কৃষক জহির উদ্দিন বাদী হয়ে তাদের তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছে এবং কৃষকদের সেচ যন্ত্রের বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির সাথে জরিত থাকার কথা স্বীকার করে সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে।