নিজস্ব প্রতিবেদক:
ঝড়ো বাতাসের সাথেই আবাসস্থল হারিয়ে ফেলছে কিছু বন্যপ্রাণী। এই বন্যপ্রাণীদের মধ্যে পাখিদের আবাসস্থল হারানোর পরিমাণ বেশি । বৃহস্পতিবার সন্ধ্যার পরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ঝড়ো বাতাস শুরু হলে আবাসস্থল হারিয়ে ফেলে দেশি একটি সবুজ টিয়া পাখির পরিবার।
উপজেলার পশ্চিম মাধনগরে একটি গাছের টিয়া পাখির বাসাসহ ডাল ভেঙে যায়। সেসময় স্থানীয়রা ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য সংগঠন-স্থানীয়রা পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলার সদস্যরা পাখিগুলোকে উদ্ধার করে।
সবুজ বাংলার সদস্য,তুহিন আহম্মেদ জানান,ঝড়ে বাসা পাখিগুলো পরে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও আমরা পাখিগুলো উদ্ধার করে,পরিচর্যা করছি।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান,পাখিগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাচ্চাগুলো সুস্থ রয়েছে। বিষয়টি নিয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,এর সাথে যোগাযোগ করা হয়েছে। পরিচর্যা শেষে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।