নাটোরের নলডাঙ্গায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যায় উপজেলার হলুদঘর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,হলুদঘর গ্রামের আহাদ আলীর ছেলে মুরশেদ আলী (৩৫),তার ভাই মিজানুর রহমান (৪৫) ,চাচা মকবুল হোসেন(৫৫)।গ্রেফতারকৃতরা হলেন,হলুদঘর গ্রামের মমতাজ প্রামানিকের ছেলে সোহেল রানা মরু (২৮), রুবেল হোসেন (২২),আমজাদ আলীর ছেলে সোহাগ হোসেন (১৮), লুৎফর রহমানের ছেলে মাজেদুল ইসলাম (২৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার হলুদঘর বাজারে শিশুদের লাটিম খেলা নিয়ে কথাকাটির এক পর্যায়ে হলুদঘর গ্রামের সোহেল রানা মরুর ছোট ভাই রুবেল হোসেন কাঠ কাটা কুড়াল নিয়ে অতকির্ত হামলা করে একই গ্রামের মুরশেদ আলী ও তার ভাই মিজানুর রহমান এবং চাচা মকবুল হোসেন কুপিয়ে জখম করে।
গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মোরর্শেদকে নাটোর সদর হাসপাতালে ও তার চাচা মকবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই মোরর্শেদের বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করে। মামলা দায়েরের পর পুলিশ সোহেল রানা মরু , রুবেল হোসেন, সোহাগ হোসেন ও মাজেদুল ইসলামকে গ্রেফতার করে।