নাটোরের নলডাঙ্গায় ম্যাকডোনান্ড নামের কোম্পানির নকল সানটাপ কীটনাশক বিক্রির দায়ে তৌহিদুর ইসলাম নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।
এসময় নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,দীর্ঘদিন থেকে ম্যাকডোনান্ড নামের কোম্পানির নকল সানটাপ কীটনাশক কৃষকদের কাছে বিক্রি করে আসছিল। একজন কৃষকের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের সহয়তায় নলডাঙ্গা বাজারের মের্সাস কৃষি সেবা কেন্দ্র নামের দোকান মালিক ব্যবসায়ী তৌহিদুর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব নকল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।