প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার এ প্রতিবাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় আন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আনছারী প্রমুখ।