নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার মাধনগরে নিয়ম ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ পাম্প চালানোর অভিযোগ উঠেছে।উপজেলার পশ্চিম মাধনগরের ডাক্তার পাড়া গ্রামের জলিল জোয়াদ্দার নিয়ম ভেঙ্গে এ পল্লী বিদ্যুৎ তের সংযোগ নিয়ে সেচ পাম্প চালানোর বিরুদ্ধে নাটোর পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার (জিএম) বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের কৃষক সামছুল ইসলাম।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের জলিল জোয়াদ্দার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম ভেঙ্গে অবৈধভাবে বিদ্যুৎতের মিটার থেকে ৫০০ ফিট দুরত্বে ঝুঁিকপূর্ণ বাঁশের খুটি দিয়ে সংযোগ নিয়ে সেচ পাম্প চালাচ্ছে।আবাসিক এলাকা হওয়ায় একটু ঝড়বৃষ্টি হলে ঝুঁকিপূর্ণ বাঁশের খুটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।এ ঘটনা নিয়ে ২০২০ সালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ও থানায় মামলাও হয়।অভিযোগকারী সামছুল ইসলাম বলেন,জলিল জোয়াদ্দার নিয়ম ভেঙ্গে জোর করে মিটার হতে ৫০০ ফিট দুরত্বে বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ লাইন নিয়ে সেচ পাম্প চালাচ্ছে।এতে সেখানে আবাসিক এলাকা হওয়ায় ঝড় বৃষ্টি হলে ভেঙ্গে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।তাই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার জন্য লিখিত অভিযোগ করেছি।্এতে এলাকাবাসীর স্বাক্ষর রয়েছে।অভিযুক্ত জলিল জোয়াদ্দারের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে কল করলে তার ফোন বন্ধ পাওয়া পায়। পল্লী বিদ্যুৎ সমিতির নলডাঙ্গা উপজেলা সাব জোনাল কার্যালয়ের এ জিএম কম বলেন,সেচ পাম্পে বিদ্যুৎ লাইন ১৩০ ফিটের বেশি দুরত্বে লাইন নেওয়ার নিয়ম নাই। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেনারেল ম্যানেজার (জিএম) স্যার তদন্তের নির্দেশ দিয়েছে।আমি সরেজমিন গিয়ে তদন্ত করে প্রতিবেদন জিএম স্যার বরাবর জমা দিয়েছি।নাটোর পল্লী সমিতি-১ জেনারেল ম্যানেজার (জিএম) এমদাদুল হক জানান,এ ঘটনার তদন্ত প্রতিবেন হাতে পেয়েছি।বিষয়টি নিয়ে পর্যলোচনা করে পরবর্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।