নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে নৌকা ভ্রমণে নারীদের নিয়ে অশ্লীল নৃত্য করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার বারনই নদীর রেলওয়ে ব্রীজের কাছে অভিযান চালিয়ে ভ্রমণের নৌকাটি আটক করে ভ্রমণে আসা ৩৫ জনের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,বুধবার দুপুরে বাঙ্গাল খলসি খালের অবৈধ সৌঁতি জাল উচ্ছেদ করার সময় বারনই নদী দিয়ে বিকট শব্দে গান বাজনা চলছে আর বাজনার তালে তালে চলছে তিন নারীর অশ্লীল নৃত্য।পরে নৌকাটি থামিয়ে নৌকা ও ভ্রমণকারীদের আটক করা হয়। পরে তাদের উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ সময় আদালতের বিচারক আটককৃত ৩৫ জনের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তিনি আরো জানান,তারা রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং গোয়ালকান্দি ইউনিয়নের তিন সদস্য ছিল। তারা নৌকা ভাড়া করে বারনই নদী দিয়ে চলন বিলের তিশিখালি মাজারে পিকনিকে যাচ্ছিল।