নাটোরের নলডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ইউসুফ আলী টুটুল নামের এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সোমবার রাতে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে এই ঘটনাটি ঘটে। আহত ইউসুফ আলী টুটুল একই এলাকার মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য। আহতের পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউসুব আলী টুটুল বসে ছিল। এ সময় এক দল সন্ত্রাসী টুটুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কুপিয়ে জখম করে। এ সময় টুটুলের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় টুটুলকে স্থানীয়রা উদ্ধার প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দাবী করে বলেন, উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মীর লোকমান হাকিমের তিন ছেলে ও তার দুই ভাতিজা চাইনিজ কুড়াল সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আওয়ামীলীগ সদস্য ইউসুফ আলী টুটুলের ওপর হামলা করে জখম করেছে। টুটুলকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন হবে।