রাজশাহী করোনা ইউনিটে মৃত্যু নাটোরের নলডাঙ্গার কলেজ ছাত্র মনির গাজীর করোনা আক্রান্ত নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল হাসপাতাল কৃতপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। কলেজ ছাত্র মনির গাজীর(ব্রেইন ষ্টোক) মস্তিষ্কে সংক্রমন জনিত কারনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কৃতপক্ষ। শক্রবার ভোরে রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।পরের দিন শনিবার বিকাল সাড়ে ৩ টার উপজেলার মাধনগর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে স্বাভাবিক প্রক্রিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তার মরদেহ। মৃত মনির গাজী (১৯) উপজেলার মাধনগর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আলম গাজীর ছেলে ও মাধনগর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
কলেজ ছাত্র মনির গাজীর চাচা নুর আলম ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন জানান, মনির গাজী গত ১৫ এপ্রিল রাতে অদৃশ্য কিছু দেখে ভয় পায়।এরপর থেকে অসুস্থ্য হয়ে পড়ে। তার পরিবার পরদিন অসুস্থ্য মনিরের চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।পরে সেখানকার চিকিৎসকরা যক্ষা হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রাখেন। শনিবার ভোরে করোনা ইউনিটে আইসোলেশনে মনির গাজীর মৃত্যু হয়।
রাজশাহী করোনা ইউনিট থেকে লাশবাহী গাড়ি করে শনিবার বিকাল পৌনে ৩ টায় মনিরের উপজেলার মাধনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের বাড়িতে আনা হয়। পরে মনিরের মরদেহ জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় শতাধিক মুসল্লি অংশ গ্রহন করে। তবে মনির গাজীর পরিবার মিডিয়ায় করোনায় মারা গেছে খবর প্রচার করায় ক্ষোভ প্রকাশ করে দুঃখ করেন।
এ ব্যাপরে নাটোর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব ও জেলার করোনা ইউনিট টিমের অন্যতম চিকিৎসক মাহবুব হোসেন ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী থেকে বলা হয়েছে কলেজ ছাত্র মনির গাজীর (ব্রেইন ষ্টোক) মস্তিষ্কে সংক্রমন জনিত কারনে মৃত্যু হয়েছে।নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি জানান, চিকিৎসকদের সাথে যোগাযোগ করে জানা গেছে মনির গাজীর করোনায় মৃত্যু হয়নি তাই তার স্বাভাবিক প্রক্রিয়ায় অল্প সংখ্যক মুসল্লি নিয়ে জানাযা করে লাশ দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।