নলডাঙ্গা সংবাদদাতা:
নিউজ ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরের ৩৭ লক্ষ ১৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট সভায় চেয়ারম্যান খলিলুর রহমান এ বাজেট ঘোষণা করেন। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা। আর উদ্বৃত্ত বাজেট ১৫ হাজার ৯০০ টাকা। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম,ইউপি সদস্য দরুদ আলী,ওবাইদুর রহমান, নুরুল ইসলাম,কুরবান আলী, মোছাঃ আলেয়া,নাজমা, মিনতি রানীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।