ডেস্ক নিউজ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরে ২৩ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।রোববার বেলা ১১ টার দিকে উপজেলার ৫ নং-বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী।এতে ব্যায় দেখানো হয়েছে ২৩ লক্ষ ১৫ হাজার ৬০০ টাকা এবং উদ্বৃত্ত ৭৬ হাজার ৯০০ টাকা।বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার।আরোও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর সেলিম,ইউপি সদস্য আব্দুল আলীম প্রমুখ।