নিজস্ব প্রতিবেদক
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চর্ত্তরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।বিশেষ অতিথি ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল জব্বার কে সভাপতি,এস এম আশরাফুজ্জামান মিঠু কে সাধারন সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্টি কমিটির ঘোষণা করা হয়। সম্মেলনে অন্যন্যাদের মধ্যে আরোও বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোর্ত্তুজা বাবলু,সাংগঠনিক সম্পাদক মালেক শেখ,দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডল,সাধারন সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু ,ব্রহ্মপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুনছুর আলী,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক. এস এম ফকরুদ্দিন ফুটু প্রমুখ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সাংসদ শফিকুলইসলাম শিমুল।