ঘর্ণিঝড় আম্পানের পর নাটোরের নলডাঙ্গার হালতি বিলে আগাম বন্যার পানি ঢুকে পড়েছে । এতেকরে নিচু এলাকার চাষকৃত পাট, মরিচ, ভুট্রা, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেতে বন্যার পানি উঠতে শুরু করায় দুচিন্তায় পড়েছে স্থানীয় কৃষকরা। এ ঘটনার পর আজ মঙ্গলবার দুপুরে পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শনে করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এ সময় সম্ভাব্য অসময়ে অতিরিক্ত বন্যার পানি বৃদ্ধিতে হালতি বিলের জনসাধারনের ক্ষয়ক্ষতি রোধে সরকারের অগ্রিম প্রস্ততি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।এ সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, পিপরুল ইউনিয়ন চেয়ারম্যান কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।