নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারপিটে নিহত ছাত্রলীগ কর্মি জামিউল আলিম জীবনের বাড়ীতে শোক জানাতে যান কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলাররামশার কাজীপুরে জীবনের বাড়ীতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারে সান্তনা জানান এবং হত্যার সঠিক বিচারের আশ্বাস দেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগেররাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মিরা। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলীয় নেতা কর্মিরা জীবনের কবর জিয়ারত করেন।
এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী বুঝেন যে স্বজন হারানোর কষ্ট কি। তিনি নিজের পরিবারের সবাইকে এক সাথে হারিয়েছেন। তাই তিনি সবসময় দেশবাসীর কথা চিন্তা করেন। হত্যাকারী আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আসাদ সহ যারা ছাত্রলীগ কর্মি জীবনকে এভাবে পিটিয়ে হত্যা করেছে তারা যত বড় সন্ত্রাসীই হোক তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থেকেও খোঁজ খবর নিয়েছেন সবকিছু। এরপর এস এম কামাল হোসেনের মাধ্যমে তিনি নির্দেশ দিয়েছেন সবসময় জীবনের পরিবারের পাশে থাকার জন্য। এ ছাড়াও আসাদকে দল থেকে বহিস্কার করার নির্দেশও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, নিজেকে নির্দোষ দাবী করে চেয়ারম্যান আসাদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় ছাত্রলীগ কর্মি জামিউল আলিম জীবন। এরপর গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পরে রামশার কাজীপুর বাজারে চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সহ অজ্ঞাত ৪/৫ জন জীবনকে মারপিট করে। এ সময় জীবনের বাবা ছেলেকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মারা যায়।