নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৫৫), এক বৃদ্ধ গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার রামশা কাজিপুর পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাড়ীতে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। নিহত গ্রাম হাবিবুর রহমান উপজেলার রামশা কাজিপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানায়,সোমবার দুপুর ১২ টার দিকে হাবিবুর রহমান তার নিজ বাড়ীতে তার শয়ন ঘরে কাজ করার সময় বৈদ্যতিক সুইচ বোর্ডে হাত দেয়। এ সময় বিদ্যুৎয়িত হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বলেন বাড়ীর ভিতরে বৈদ্যুতিক লাইনের তাঁর ফুটো হয়ে সমস্ত ঘর বিদ্যুতায়িত হয়েছিল। এমন সময় তিনি সুইচ বোর্ডে হাত দিলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। নিহত হাবিবুর রহমান নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের সমস খলসী ২ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এদিকে হাবিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় নিহতের দাফন কাজ সম্পন্ন করার জন্য সহযোগিতার আশ্বাস দেন।