নাটোরের নলডাঙ্গায় মাদকসহ আলীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গরবার সন্ধ্যায় উপজেলার মাধনগর থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক আলীম শেখ (৪০) পশ্চিম মাধনগর কাচারিপাড়ার মৃত মকবুল শেখের ছেলে।নলডাঙ্গা থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নলডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান শুরু করে ।এসময় মাদক ব্যবসায়ী আলীম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশী করে ৫ গ্রাম হিরোইন পেয়ে জব্দ করে আলীম শেখকে আটক করে।সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।