নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসূচি ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় চত্তরে রুম টু রিড মেয়ে শিশুদের শিক্ষা,উপজেলা প্রশাসন ও মঞ্জু মেমোরিয়াল ট্রাস্ট সহযোগিতায় দশম শ্রেণির বললতা দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ,বেসরকারী সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা আকতার প্রমুখ। পরে বাল্য বিবাহ প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
সভায় বক্তারা বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনা সৃষ্টি করতে হবে। বাল্য বিবাহের কুফল বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সভা শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।