করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখায় নাটোরের নলডাঙ্গায় ৪ জনকে ১ এক হাজার একশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার মাধনগর বাজারে জনসমাগম রোধে উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতেরর নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি।এ সময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানান, শুক্রবার সকাল থেকে উপজেলার পাটুল, মাধনগর এলাকায় জনসমাগম রোধে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাধনগর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চায়ের ষ্টলে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন। এ সময় সেখানে ভ্রাম্যমান আদালত গিয়ে ৪ জনকে এক হাজার একশ টাকা জরিমানা করা হয়।