নলডাঙ্গা সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সাখাওয়াৎ হোসেনের নির্বাচনী প্রচারণায় বাঁধা ও লিফলেট কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াৎ হোসেন সমর্থকদের নিয়ে নলডাঙ্গা মাছ বাজারে নির্বাচনী প্রচারণায় নামলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা কর্মিরা এ ঘটনা ঘটিয়েছে বলে লিখিত অভিযোগ করেছে। স্থানীয় সূত্রে ও চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াৎ হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আমি ও আমার সর্মথকদের নিয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাচনী প্রচারণা শুরু করি।এসময় প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থক ১০ -১৫ জন যুবলীগ কর্মিরা ভয়ভীতি দেখিয়ে আমার সমর্থকদের তাড়িয়ে দিয়ে অামার নির্বাচনী প্রচারণার কয়েক শত লিফলেট কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলার ফেলে।এছাড়া গত রবিবার আমার নির্বাচনী পোষ্টার টাঙ্গানোর সময় কয়েকজন যুবলীগ কর্মিরা শত শত পোষ্টার কেড়ে নিয়ে নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের পুকুরের পানিতে ফেলে দিয়ে নষ্ট করে। নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।