করোনা পরিস্থিতি মেকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের নলডাঙ্গায় ৪৫০ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি নিজ অর্থয়ানে পৌরসভার ৪৫০ জন কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া একই সাথে পৌরসভার উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর.সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী,উপজেলা আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান লিটন, রইস উদ্দিন রুবেল প্রমুখ।