নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার২০২২-২০২৩ অর্থ বছরের ১৫ কোটি ৮৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এ বাজেট ঘোষণা করেন।এ বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ১৫ কোটি ৮৫ লক্ষ ৫৭ হাজার টাকা।পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনছুর আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারন মুশফিকুর রহমান মুকু,বিশিষ্ট সমাজ সেবক ইয়াচিনুর রহমান,কাউন্সিলর মাহমুদুর রহমান মুক্তা,মাহবুব রহমান,ফরহাদ হোসেন প্রমুখ।