নতুন কর আরোপ ছাড়াই নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।বৃস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরসভার হল রুমে ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার বাজেট পেশ করেন মেয়র মনিরুজ্জামান মনির।
খ শ্রেণির এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে উন্নয়নখাতে ব্যায় ধরা হয় ৮ কোটি ৬৫ লাখ টাকা।বাজেট অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম,কাউন্সিলর মাহমুদুর রহমান মুক্তা প্রমুখ।