নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের দলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জজ কোটের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার,যুগ্ম সম্পাদক মোর্তজা বাবলু,সহ-সম্পাদক রুহুল আমিন বিপ্লব,মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকবিউটি আহমেদ, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন, পৌর আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম , জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।সভায় আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনিরকে বিজয়ী করতে নেতা-কর্মিদের প্রতি আহ্বান জানান বক্তারা।