নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা পৌর নির্বাচনের প্রচার প্রচারনা শুরুহয়েছে। প্রচার প্রচারনা দ্বিতীয় দিনে শুক্রবার সকালে নলডাঙ্গাপূর্ব বাজার স্কুল রোডে আওয়ামীলীগের বহিস্কৃত বিদ্রোহীমেয়র প্রার্থী সাহেব আলীর কয়েক জন কর্মি নির্বাচনীপ্রচারনার পোষ্টার লাগানো হচ্ছিল।এসময় আওয়ামীলীগেরমনোনিত প্রার্থীর কর্মিরা এসে বিদ্রোহী মেয়র প্রার্থীসাহেব আলীর কর্মিদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরমারধর করে পোষ্টার কেড়ে নিয়ে পাশে বারনই নদীতে ফেলে দেয়।
যদিওএ অভিযোগ অস্বীকার করেছে আওয়ামীলীগের মনোনিতপ্রার্থীর কর্মী।খবর পেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তানজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।অপর দিকে বিএনপিরমনোনিত মেয়র প্রার্থী আব্বাছ আলী নান্নু মুঠোফোনেঅভিযোগ করেন তার কয়েকটি স্থানে সাটানো নির্বাচনী প্রচারনার পোষ্টার ছিড়ে ফেলেছে। এ ঘটনায় নলডাঙ্গা পৌর নির্বাচন সবার অংশ গ্রহনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনহবে কিনা তা নিয়ে শষ্কা দেখা দিয়েছে পৌরবাসীর মধ্যে।