নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া থেকে রহিমা বেওয়া নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মনহাটী গ্রামে নিহতের বড় ছেলের বাড়ীর সামনের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে গাছের নিচু ডালের সাথে ঝুলন্ত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহেটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধা রহিমা বেওয়ার সাথে তার বড় ছেলে মজিবর রহমান ও তার স্ত্রীর প্রতিদিনই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এসব কলহের জেরে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হতে পারে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে।