নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, সদর উপজেলার হরিশপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে রমজান আলী (৪১) গত ৩১ মার্চ রাত ১০ টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে সিএনজি স্ট্যান্ডে সিএনজি নিয়ে অবস্থান করছিল। এ সময় আটককৃত আসামীরা ইব্রাহীমপুর গ্রামে যাতায়াতের জন্য চারশত টাকা ভাড়ায় রিজার্ভ করে। পথে লক্ষীপুর পান্নার মোড় অতিক্রম করে ফাঁকা রাস্তায় পৌছালে আটককৃতরা সিএনজি চালক রমজানের পেটে চাকু ধরে জীবননাশের হুমকি দেয়।এতে সিএনজি দাড় করালে ছিনতাইকারীরা চালক মিজানের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে সিএনজি চালক রমজান আলী র্যাব-৫ এর নাটোর ক্যাম্পে অভিযোগ করলে অভিযানে নামে র্যাব।
আটককৃতরা হলো সদর উপজেলার বড়বাড়িয়া এলাকার আবু তালেবের ছেলে রমিজুল ইসলাম, সিঙ্গারদহ এলাকার মৃত মহরম আলীর ছেলে আল আমিন এবং একই এলাকার বিরাজ হোসেনের ছেলে মামুন হোসেন। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়।