নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শহরের একটি ছাত্রী নিবাসে কেরোসিনের চুলা বিস্ফোরনে তিন ছাত্রী দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের বড়গাছা মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকরী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। আহতরা হলেন শামিমা ইয়াসমিন , সানজিদা ইয়াসমিন ও ফাতেমাতুজ্জোহরা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, শহরের বড়গাছা মহল্লার আবুল কাশেমের একটি ছাত্রী নিবাসে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের তিন ছাত্রী বাস করতো। বৃহস্পতিবার সকালে তারা তাদের সকালের খাবার রান্না করার সময় হঠাৎ করে কেরোসিনের চুলাটি বিস্ফোরিত হয়। এ সময় মেসের রুমে থাকা তিন ছাত্রী দগ্ধ হয়। পরে পাশের রুমের ছাত্রীরা স্থানীয়দের সহযোগীতায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে শামিমা ইয়াসমিন ও সানজিদা ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফাতেমাতুজ্জোহরাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।