নিজস্ব প্রতিবেদক:
নাটোরের কাফুরিয়ায় কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা মামলার মুল আসামী কামাল হোসেনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ময়মনসিংহ শহরের মেছোহাটা আমের আড়ত থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে নাটোর থানায় নিয়ে আসে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে কামাল হোসেন পরিচয় গোপন করে ময়মনসিংহ শহরে আত্মগোপন করে আছে। পরে তার সঠিক লোকেশন ট্যাগ করে পুলিশের একটি দল ময়মনসিংহ শহরে মেছো হাটা আমের আড়তে অভিযান চালায়। অভিযানকালে একটি আমের আড়ৎ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে কামাল হোসেন পরিচয় গোপন করে সেখানে আম ব্যবসায়ী হিসেবে কাজ করছিলেন। আগামিকাল কামাল হোসেনকে আদালতে প্রেরন করা হবে।
উল্লেখ্য, গত ১২ জুলাই নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিমপাড়া এলাকার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে কামাল হোসেন সহ ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এরপর থেকেই কালাম আত্মগোপনে চলে যায়।