নাটোরের গুরুদাসপুরে আগ্নেয়াস্ত্রসহ হুমায়ুন আহমেদ ও মনসুর মোল্লা নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর বাজার থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাদের আটক করা হয়। আটক হুমায়ুন আহমেদ উপজেলার জুমাইনগর গ্রামের ভ্যান চালক ইয়াকুব আলীর ছেলে ও মনসুর মোল্লা ঝাউপাড়া গ্রামের রায়হান মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা উপজেলার নাজিরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকালে হুমায়ুন ও মনসুর আগ্নেয়াস্ত্র সহ সেখানে ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার এবং তাদের আটক করা হয়। পুলিশ জানায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরেই তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কমিটি গঠন অনুষ্ঠানে অতর্কিতভাবে ওই দুই যুবক অস্ত্রসহ ঢুকে পড়ে। পরে নেতাকর্মিদের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।