নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে এক কিশোরকে মারপিট করে ভয় দেখিয়ে বলৎকার ও সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোর গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় খলিফা পাড়ার একেন মাঝির ছেলে। আজ সোমবার সকালে অভিযুক্তদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল পৌর এলাকার টুকু ইসলামের ছেলে রবিন হোসেন, মুনছের মোল্লার ছেলে রাসেল মোল্লা, মনিরুল ইসলামের ছেলে রবিন ও রঞ্জন শাহ্ এর ছেলে মেহেদি হাসান।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ মোঃ মোনোয়ারুজ্জামান ও
ভুক্তভোগীর কিশোর জানায়, গতকাল রবিবার বিকালে রবিন হোসেন তাঁর জুতা কেনার নাম করে চাঁচকৈড় বাজারে নিয়ে যায় ওই কিশোরকে।সেখানে তাদের সাথে যোগ হয় অপর তিনজন। সন্ধ্যার দিকে ভুক্তভোগী কিশোরকে কৌশলে খামার নাচকৈড় খোয়ারপাড়া মফিজুল ইসলামের পাট ক্ষেতে নিয়ে যায় তারা। সেখানে তাঁরা সেই কিশোরকে মারপিট করে এবং ভয়ভীতি দেখিয়ে বলৎকার করে রবিন হোসেন। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করে তাঁর তিন সহযোগী। এ সময় ওই কিশোরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে তার বাড়ীতে পৌঁছে দেয় স্থানীয়রা। ঘটনাটি জানার পর আজ সকালে ভুক্তভোগি কিশোরের মা রাবেয়া খাতুন বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পরই পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনা স্বীকার করেছে । অভিযুক্তদের নামে এলাকায় নানা অভিযোগও রয়েছে।