নাটোরের গুরুদাসপুরে খালেক হত্যা মামলার অন্যতম আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দুধগাড়ী গ্রামের একটি লিচু বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গত ৬ এপ্রিল রাতে গুরুদাসপুর উপজেলার হাট পুরুলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল খালেক নামে একজন খুন হন। এঘটনায় খালেকের ছোট ভাই আব্দুল মালেক ও ভাতিজা আব্দুর রাজ্জাককে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তখন থেকেই আসামীরা পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ২য় আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। অপর প্রধান আসামী আব্দুল মালেককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।