নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ডোবার পানিতে পড়ে কারিমা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত কারিমা উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে। নিহত শিশু কারিমার বাবা কামাল হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কারিমা বাড়ি থেকে খেলতে বের হয়। অনেক সময় পড়েও কারিমা বাড়ীতে ফিরে না পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে।
কিন্তু সব স্থানে খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। একসময় মাঠে খেলাকরা শিশুদের মধ্যে একজন জানায় যে কারিমা বাড়ির পাশের ডোবার দিকে গেছে। তখন সবাই মিলে ডোবার পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ডোবার পানিতে মৃত অবস্থায় তারা উদ্ধার করে। কামাল হোসেন আরও জানান,তার মেয়ে কারিমা একজন মৃগী রোগী ছিল। এঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।