নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে লীজ নেয়া বাগানের লিচু পারতে না দেয়ায় সংবাদ সম্মেলন করেছে দুই লিচু চাষী। আজ শনিবার গুরুদাসপুর উপজেলার মামুদপুর গ্রামের এক লিচু বাগানে এই সংবাদ সম্মেলন করেন লিচু চাষী আলিম উদ্দিন এবং আরমান আলী।
সংবাদ সম্মেলনে তারা জানান, উপজেলার মাহমুদপুর গ্রামে জনৈক ইউসুফ আলীর ২৫ বিঘা বাগানের ২২৫ টি লিচু গাছ আট লাখ টাকায় এক বছরের জন্য লীজ নিয়ে তারা লিচু গাছের পরিচর্যা করেন। সম্প্রতি লিচু আহরণের সময় হলে লিটন নামের এক ব্যক্তি ওই বাগান তিনি লীজ নেয়ার দাবি করে লিচু পাড়া শুরু করেন। পরে ঘটনাটি তারা থানা পুলিশকে জানান এবং অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বরং এই সময়ের মধ্যে বাগানের অর্ধেকের বেশি বেশি লিচু তারা গাছ থেকে নামিয়ে বিক্রি করে দিয়েছেন। তাদের লীজ নেওয়া বাগান থেকে তাদের লিচু পাড়তে না দেওয়ায় তারা সর্বস্বান্ত হয়ে পথে বসার জোগাড় হয়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লীজ গ্রহীতারা প্রশাসন এবং সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।